জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও রক্ষায় শক্তি প্রয়োগ

প্রশিক্ষক তৈরি করতে ডিএমপিতে পদায়ন করা হল দুই অতিরিক্ত ডিআইজিকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৫| আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৮:১৪
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে প্রশিক্ষক হিসেবে পুলিশের দুই কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে যুগ্মকমিশনার হিসেবে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ঢাকা এসপিবিএন-১ এর অধিনায়ক মো. আবুল কালাম আযাদকে ডিএমপির যুগ্ম-কমিশনার পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই পুলিশ কর্মকর্তা বর্ণিত কর্মস্থলে তিনমাস অবস্থানপূর্বক জন-শৃঙ্খলা ব্যবস্থাপনা ও জন-শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে প্রশিক্ষক তৈরির পর তারা পূর্ববর্তী কর্মস্থলে পুনরায় যোগদান করবেন।

একইদিন পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তিনজন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তাদের মধ্যে— মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রাম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

তাছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদীঘি সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
মাইলস্টোন ট্র্যাজেডি: বোরহানউদ্দিনে মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা