১৭টি ব্যাংকে থাকা

বাহাউদ্দিন বাহার ও মেয়ে সূচনার ১৭ কোটি টাকা স্থগিত করল সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৯:৩৬
অ- অ+

প্রতারণা, জালিয়াতি, কমিশন গ্রহণ ও হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত ৮ জুলাই এ আদেশ দেন। আদেশে ১৭টি ব্যাংকে থাকা মোট ৫৩টি হিসাবের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়।

সিআইডির অনুসন্ধান অনুযায়ী, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জালিয়াতি, কমিশন গ্রহণ এবং হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন। এ ধরনের লেনদেনের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে স্থগিতাদেশ জারি করা হয়।

এ বিষয়ে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট একটি মানিলন্ডারিং আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে। অনুসন্ধান শেষ হলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সুচনার স্বার্থসংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমও এখন সিআইডির পর্যবেক্ষণে রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ভারতে পালিয়ে যান। এরপর বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে থাকলেও তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছিলেন বলেন গণমাধ্যমে খবর আসে। বর্তমানে তাদের অবস্থান কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা