গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৮:১০
অ- অ+

চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে ২ হাজার ৯৯ মিলিয়ন বা ২০৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। এটি গত জুন মাসের চেয়ে কম। তবে গত বছরের একই সময়ের চেয়ে এটি ৩৩ দশমিক ৬ শতাংশ বেশি।

গত বছর একই সময়ে (জুলাই) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন বা ১৫৭ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

অবশ্য পুরো অর্থবছরের হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি ঘটেছে। প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে আসা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। আগের অর্থবছরের চেয়ে এটি ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি।

আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।

গত অর্থবছরের শেষ মাস জুনের চেয়ে চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স কম এসেছে। গত জুন মাসের প্রথম ২৮ দিনে ২৫৩ কোটি ৯২ লাখ ডলারের রেমিট্যান্স আসে দেশে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা