ডিজিটাল অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নে

রবি-বিআইআইডি ফাউন্ডেশনের সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৯:৪১
অ- অ+

দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি ও বিআইআইডি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একইদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিআইআইডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদ উদ্দিন আকবর এবং রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। এ সময় রবি কর্পোরেট অ্যাফেয়ার্স ও সাস্টেইনেবিলিটি বিভাগের পরিচালক শরীফ শাহ জামাল রাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো—দেশে উদ্ভাবনকে উৎসাহিত করা, ডিজিটাল বৈষম্য দূর করা এবং স্বাস্থ্য, পুষ্টি, আইসিটি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও যুব ক্ষমতায়নের মতো খাতে কার্যকর ডিজিটাল সমাধান তৈরি ও বাস্তবায়ন।

বিআইআইডি সিইও শহীদ উদ্দিন আকবর বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। রবির ডিজিটাল অবকাঠামোর সাথে আমাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা একত্রিত হয়ে সমাজে বাস্তব পরিবর্তন আনবে।’

রবির কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে বিআইআইডির সঙ্গে একযোগে কাজ করতে পেরে আমরা গর্বিত। এ সহযোগিতা স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথকে আরও সুগম করবে।’

সমঝোতা স্মারকের আওতায় পুষ্টি বিষয়ক ডিজিটাল সল্যুশন, স্বাস্থ্য ও পরিবেশ খাতে যুব সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল শিক্ষা বিস্তার, উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি-ভিত্তিক সুবিধা, এবং ‘নির্ভয়া’, ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ ও বৃক্ষরোপণের মতো কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এই চুক্তির মধ্য দিয়ে আন্তঃখাত সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো—যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় একটি মাইলফলক হয়ে উঠবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা