মাইলস্টোন ট্র্যাজেডি: সরকার রাষ্ট্রীয় সম্মাননা দেবে নিহত ২ শিক্ষককে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৪:২২| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৫:১৫
অ- অ+

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৈঠকে জানানো হয়, নিহত দুই শিক্ষক—মেহরিন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)-এর আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই নির্ধারণ করে ঘোষণা করা হবে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদান সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে করণীয় নির্ধারণ করবে।

এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বীর উত্তম এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। প্রাণঘাতী এ দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশু শিক্ষার্থী, পাইলট ও শিক্ষিকাসহ কমপক্ষে বহু নিহত, দগ্ধ এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

সরকার জানিয়েছে, এই ঘটনায় দগ্ধদের উন্নত চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের সহায়তাও নেওয়া হচ্ছে এবং দেশের মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
রাতের আঁধারে নয়, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে দিনের আলোতেই সব কিছু চাই: সিইসি
আ.লীগ গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা