মাইলস্টোন ট্র্যাজেডি

না ফেরার দেশে অফিস সহকারী মাসুমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৩:৩৪| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:০৭
অ- অ+

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পাঁচ দিন পর না ফেরার দেশে পাড়ি জমালেন প্রতিষ্ঠানটির অফিস সহকারী মাসুমা।

শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাসুমার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত পাঁচ দিন ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে তার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।

একই দিনে সকাল ৯টা ১০ মিনিটে মৃত্যুবরণ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা হাবিবুর রহমান ও মা রাশেদা ইয়াসমিন সন্তানের জন্য প্রার্থনায় ছিলেন, কিন্তু আজ সেই প্রার্থনা থেমে গেল চিরতরে।

পাঁচ দিনে নিহত ৩৫:

এই দুই মৃত্যুর মধ্য দিয়ে উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে। এর মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অফিস সহকারী এবং অভিভাবক। আহত ও দগ্ধ অবস্থায় এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন। তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপরই ওই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। সেসময় ক্লাস চলাকালে ভবনের ভেতরে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অবস্থান করছিলেন।

ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা। তবে আগুনের ভয়াবহতায় অনেকেই ঘটনাস্থলেই পুড়ে যান অথবা মারাত্মকভাবে দগ্ধ হন।

এই ভয়াবহ দুর্ঘটনা দেশের শিক্ষাঙ্গন এবং সাধারণ মানুষের মনে গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবার, সহপাঠী ও সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাইলস্টোন স্কুলের আকাশ।

সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার
বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সিএনজি ধর্মঘটে আখাউড়ায় যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
গোপন কসাইখানায় অভিযান: ৫০টি গাধা ও ১ হাজার কেজি মাংস জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা