সিএনজি ধর্মঘটে আখাউড়ায় যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৩:৫৬
অ- অ+

প্রশাসন কর্তৃক আটককৃত সিএনজি ছেড়ে দেওয়া, নির্যাতন বন্ধ করাসহ তিন দফা দাবিতে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলা শহরের সাথে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কোন সিএনজি চলাচল করছে না। আখাউড়া টু কাউতলী, আখাউড়া টু চান্দুরা এবং আখাউড়া টু কসবা পথে যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে সকাল থেকে শহরের খড়মপুর বাইপাস তিন রাস্তার মোড়ে সিএনজি চালকসহ পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের শ্রমিকরা অবস্থান নিয়েছে। তারা সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাকে চলাচল করতে দিচ্ছে না। যাত্রীদেরকে গাড়ি থেকে নামিয়ে ফিরিয়ে দিচ্ছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দুর্ভোগে পড়েছে নারী-শিশুসহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও অফিসগামী কর্মজীবী মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগীরা।

সরজমিনে দুপুর ১টার দিকে গিয়ে দেখা গেছে, সিএনজিঅটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কিছু লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। গাড়ি দেখলেই দৌড়ে গিয়ে থামিয়ে দিচ্ছে। গাড়ি না থাকায় মানুষ পায়ে হেঁটে কষ্ট করে গন্তব্যে যাচ্ছে। তবে, সাধারণ মানুষ বলছে সিএনজি ধর্মঘট করছে ভালো কথা, তাহলে অটোরিকশা চলাচলে কেন বাধা দিচ্ছে। যাত্রীদেরকে জিম্মি করে এমন কেমন ধর্মঘট ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন যাত্রী।

ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে জেলা দক্ষিণ মালিক সমিতির সাধারণ সম্পাদক কারী আব্দুল্লাহ বলেন, বিগত প্রায় ২ মাস পর্যন্ত জেলা প্রশাসনের সাথে আমরা একাধিক সভা করেছি। গাড়িগুলো কাউতলী প্রবেশ করে শহরে ঢুকলেই জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যায়। বিগত সরকারের সময়ে কিছু অসাধু কর্মকর্তাদের কারণে আমরা অধিকাংশ গাড়ি রিনিউ (নবায়ন) করতে পারেনি আইনকে শ্রদ্ধা করি। জেলা প্রশাসকের দাবি করেছি আমাদেরকে সুযোগ দেন আমরা গাড়িগুলো নবায়ন করবো। আমাদের আটক গাড়িগুলো ছেড়ে দিতে অনুরোধ করেছি। কিন্তু প্রশাসন আমাদের কথা রাখেনি। ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা হয়রানি হই। অতিরিক্ত টাকা দিতে হয়। আমরা সরকারি ফি দিয়ে ড্রাইভিং লাইসেন্স করার সুযোগ চেয়েছি। কিন্তু তাও অনুমতি পাইনি। আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত আমরা সিএনজি চলাচল বন্ধ রাখবো। তবে, তিনি অন্য গাড়ি চলাচলে বাধার অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, সিএনজি পরিবহন সংগঠনকে বলেছি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করার জন্য। সিএনজি ছাড়া অন্যান্য গাড়ি যেন চলাচলে বাধা না দেয়। ইতোমধ্যে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীও আসামি
জাতীয় বাজেট বাস্তবায়নে কর্মসংস্থান ও গবেষণার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা