বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৭:০৩| আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৭:২১
অ- অ+

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ইতিমধ্যে অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, ‘বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার করে না, এটা করে সে দেশের বেসরকারি কোম্পানিগুলো। আমরা ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। এর আগে আমাদের অর্ডার ছিল ১৪টি। এবার সেটি বাড়িয়ে ২৫টি করা হয়েছে।’

তিনি জানান, শুধু বাংলাদেশই নয়, ভারত ও ভিয়েতনামও যথাক্রমে ১০০টি এবং ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং কেনার অর্ডার দিয়েছে।

বোয়িং সরবরাহের সময় প্রসঙ্গে সচিব বলেন, ‘এই উড়োজাহাজগুলো বোয়িং কোম্পানির উৎপাদন সক্ষমতা অনুযায়ী সরবরাহ করা হবে। সরবরাহে এক থেকে দুই বছর সময় লাগতে পারে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর সঙ্গে শুল্ক বিষয়ে তৃতীয় ও চূড়ান্ত বৈঠক আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানান বাণিজ্য সচিব।

তিনি বলেন, ‘গত ২৩ জুলাই আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছি। এবার ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে সরাসরি বৈঠক হবে। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমান এবং আমি নিজেও উপস্থিত থাকবো।’

সয়াবিন ও তুলা আমদানি নিয়েও আলোচনার অগ্রগতি হচ্ছে বলে জানান সচিব। তিনি বলেন, ‘যারা বেসরকারিভাবে সয়াবিন আমদানি করে, তারা যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করছে। শুল্ক আলোচনার সময় তারাও তাদের নিজ নিজ পর্যায়ে বৈঠক করবে।’

তুলা আমদানির বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘তিন বছর আগে আমরা ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম, এখন সেটা কমেছে। আমরা চেষ্টা করছি আগের অবস্থায় ফিরিয়ে আনতে। এতে অন্তত ১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা