গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১০:৩৫| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১১:৫৯
অ- অ+

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। শনিবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তিন মিনিটের ব্যবধানে, সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় মূলত গার্মেন্টস, কসমেটিকস এবং ছোট ছোট শোরুম রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগা ওই ফ্লোরটি মার্কেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সেটি বন্ধ ছিল। শনিবার সকালে সেখানে লোকজন ছিল। যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে মোবাইল এক্সেসরিজের গোডাউন রয়েছে। তাছাড়া ওই ভবনে ইলেট্রনিক্স পণ্যসহ বিভিন্ন পাইকারি দোকান রয়েছে। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আশপাশের লোকজন। এরপর মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।

দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে।

(ঢাকাটাইমস/২ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে নারীর ব্যাগ ছিনতাই, ধরা পড়ল মূল হোতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা