লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের একটি লোকাল বাসস্টপে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।
জানা গেছে, ছবিগুলো স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) তোলা। ছবিতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। তার পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, পায়ে সাদামাটা স্নিকার্স এবং হাতে একটি স্মার্টফোন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি লাল রঙের ডাবল-ডেকার লোকাল বাসে অন্য যাত্রীদের সঙ্গে উঠে পড়ছেন।
বিএনপির মিডিয়া সেল ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছে, “আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।”
ছবিগুলোর প্রতিক্রিয়ায় ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সাধারণ জীবনযাপন এবং ভিআইপি সুবিধা বর্জনের প্রশংসা করেছেন।
মোহাম্মদ শামসুদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ।”
মোশারফ নামে অপর একজন লিখেছেন, “তরুণ যুবকের আইডল।”
ছবিগুলোর পোস্ট দেওয়ার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই বিএনপির মিডিয়া সেলের পেজে প্রায় ৩৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য করেছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি এবং শেয়ার হয়েছে ৫ হাজার ৭০০ বারেরও বেশি।
(ঢাকাটাইমস/২আগস্ট/আরজেড)

মন্তব্য করুন