রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তলসহ সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৫:৩২| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৫:৫৩
অ- অ+

রাজধানীর শাহবাগে র‍্যাব পরিচয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ব্যাজ, হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তারা হলো— মিন্টু হালদার, নাজমুল হাসান, নির্মল হালদার, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন সিকদার, সৈয়দ শামীম হোসেন, পবিত্র পাল ও বলরাম চন্দ্র পাল।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে সচিবালয় মেট্রো স্টেশনের কাছে রঞ্জন চন্দ্র সিংহ নামের এক ব্যক্তিকে র‍্যাবের পোশাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে ৩-৪ জন। জোরপূর্বক অপহরণের চেষ্টা থেকে বাঁচতে রঞ্জন চন্দ্র সিংহ তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ রাস্তায় ছুড়ে ফেলেন। এরপর ভুয়া র‍্যাব সদস্যরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটিতে ৪ লাখ টাকা নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩১ জুলাই শাহবাগ থানায় মামলা হয়। মামলার পরপরই থানার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডাকাত চক্রের সদস্যদের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা রাজধানীর তাঁতিবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে আগত ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পথরোধ করে র‍্যাব বা ডিবি পরিচয়ে ডাকাতি করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার অপু ৪ দিনের রিমান্ডে
হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম 
গণসার্বভৌমত্ব কায়েম না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: ফরহাদ মজহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা