মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর কর্মকর্তারা। এ সময় রাইসা মনির আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।
বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে স্কোয়াড্রন লিডার জিহাদ ও ফ্লাইং অফিসার রুদাবার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গার বাজড়া গ্রামে পৌঁছান।
যশোর বিমানঘাঁটি থেকে আগত বিমানবাহিনীর প্রতিনিধিদল রাইসা মনির বাবা-মা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। পরে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জোহরের নামাজ আদায় করেন ও রাইসা মনিসহ মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফাতেহা পাঠসহ বিশেষ দোয়ায় অংশ নেন।
বেলা আড়াইটার দিকে মাদ্রাসাসংলগ্ন গোরস্থানে রাইসা মনির কবরে গিয়ে গার্ড অব অনার ও কবরে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করে প্রতিনিধিদল।
এ সময় উপস্থিত ছিলেন রাইসা মনির বাবা শাহাবুল শেখ, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলমসহ নিহতের পরিবারের সদস্যরা।
পরে বিমানবাহিনীর পক্ষ থেকে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান রাইসা মনি। দুর্ঘটনার এক দিন পর তার মৃতদেহ শনাক্ত করে পরিবার। পরে ডিএনএ টেস্ট শেষে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
গত ২৫ জুলাই সকাল নয়টার দিকে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। ব্যবসা সূত্রে রাজধানীতে পরিবার নিয়ে থাকেন শাহাবুল ইসলাম দম্পতি। রাইসা মনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ত।
(ঢাকাটাইমস/২আগস্ট/মোআ)

মন্তব্য করুন