উত্তরায় ৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৯:৩৯| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৯:৪৪
অ- অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম—আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)।

শনিবার দুপুরে উত্তরা ১২নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এদিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের সামনে একটি টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ গাড়ি চালক আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে জানা যায়। আটক আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ ছেড়ে পালালেন ফ্লাইট এক্সপার্টের মালিক, বন্ধ অফিস-ওয়েবসাইট
বিদেশ মানেই বেহেশত নয়: আসিফ নজরুল
৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নেতৃত্বে বাসার-মেহেদী
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা