৮ আগস্ট পর্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত, কড়া নিরাপত্তাবলয়ে রাজধানী ও থানা

সিরাজুম সালেকীন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ২০:২০| আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২০:৫০
অ- অ+

রাজধানী ঢাকায় আজ থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ফ্যাসিবাদী শক্তিগুলো গুজব ও সহিংসতা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে।

এমনকি থানা ও ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে হামলা চালিয়ে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হয়েছে এসবির সতর্কবার্তায়।

এমন প্রেক্ষাপটে গোটা রাজধানীতে পুলিশের কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে বিশেষ অভিযান ও টহল। হোটেল ও ছাত্রাবাসে নজরদারি বাড়ানো হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হচ্ছে তল্লাশি চৌকি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সব বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) সঙ্গে অনলাইন মিটিং করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে জানানো হয়, এসবির সতর্কবার্তায় আশঙ্কা করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় নাশকতা বা সহিংসতা ঘটাতে পারে।

অনলাইন মিটিংয়ে বলা হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত থানা পর্যায়ের কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব পালনের প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে থানার প্রবেশপথে দায়িত্বরত পুলিশ সদস্যদের সশস্ত্র অবস্থায় সজাগ ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই থানার ভেতরে বিস্ফোরক বা ককটেল নিক্ষেপের ঘটনা না ঘটে।

পাশাপাশি রাজধানীর প্রতিটি থানা এলাকায় মোবাইল পেট্রল চালু রাখা, মোটরসাইকেল টহল জোরদার, চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি এবং থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, ঢাকার বাইরে থেকে এসে পুরান ঢাকা, ফকিরাপুল, মিরপুর, শ্যামলী, আদাবরসহ বিভিন্ন এলাকায় কম ভাড়ার হোটেলগুলোতে অবস্থান করে নাশকতা চালাতে পারে অপরাধীরা। এসব হোটেলে রেড ও নিবিড় নজরদারি চালাতে হবে। একই সঙ্গে বিভিন্ন ছাত্রাবাসেও নজরদারি ও অভিযান পরিচালনার নির্দেশ রয়েছে।

১৪৬ চেকপোস্ট, অতিরিক্ত পুলিশ মোতায়েন

৩১ জুলাই রাত থেকে রাজধানীর ১৪৬টি স্থানে চেকপোস্ট বসানো হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আজ মঙ্গলবার রাত থেকেই ডিএমপির প্রতিটি বিভাগে বাড়তি দুই প্লাটুন করে পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে, যারা চেকপোস্ট ও অভিযান পরিচালনায় অংশ নেবেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এই তৎপরতায় সাধারণ মানুষ স্বস্তি পাবে, পাশাপাশি নাশকতা প্রতিরোধ করা সম্ভব হবে।

এসবির সতর্কতা: ফ্যাসিবাদী শক্তি সক্রিয়

এসবির পাঠানো বার্তায় বলা হয়েছে, ফ্যাসিবাদী শক্তিগুলো দেশজুড়ে উসকানিমূলক প্রচারণা, গুজব ও সহিংসতা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে। এমনকি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতেও হামলা বা বাধা সৃষ্টি করে উত্তেজনা তৈরি করার আশঙ্কা রয়েছে।

সেই পরিপ্রেক্ষিতে সব ইউনিটকে রাজনৈতিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত হবে বিশেষ অভিযান। এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি মোবাইল পেট্রল, সাইবার পেট্রলিং ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল কার্যক্রমও জোরদার করার নির্দেশ রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষণার পরেও আওয়ামী লীগের কয়েকজন যুব ও ছাত্রনেতা একটি ভার্চুয়াল স্কোয়াড গঠন করে সামাজিক মাধ্যমে উসকানিমূলক প্রচার চালাচ্ছে। তারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

ডিবি ও র‍্যাবের অবস্থান

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আমরা কোনো তথ্য উড়িয়ে দিচ্ছি না। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। আগাম তথ্য সংগ্রহে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, ঢাকায় প্রবেশপথে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন র‍্যাব সদস্যরা। পাঁচটি ব্যাটালিয়নসহ দেশের সব ব্যাটালিয়নকে অতিরিক্ত চেকপোস্ট ও অভিযানে প্রস্তুত রাখা হয়েছে।

র‍্যাব সদস্যদের জরুরি প্রয়োজন ছাড়া ছুটি না দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা