মা হারালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি উজ্জল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ২০:১১
অ- অ+

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ হোসেন উজ্জলের মাতা রেহানা বেগম (উষা)।

শনিবার ভোর ৫টায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। পরে বাদ যোহর জানাযা শেষে তাকে দেলভোগ আটিপড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ হোসেন উজ্জলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মো. মহিউদ্দিন পৃথক শোকবার্তায় আওলাদ হোসেন উজ্জলের মা রেহানা বেগমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এদিকে, আওলাদ হোসেন উজ্জলের মায়ের মৃত্যুর খবরে ছুটে আসেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ প্রিভিউ কমিটির সদস্য সাংবাদিক আহমেদ তেপান্তর। তারা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

রেহানা বেগম (উষা) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার শ্রীনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুল আউয়ালের সহধর্মীনী। ছয় ছেলে ও দুই মেয়ের গর্ভধারিণী রেহানা বেগম মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ
যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ 
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা