প্রতিবাদ জানানোর অধিকার যে কারোর রয়েছে: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১২:৩০
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিবাদ জানানোর অধিকার যে কারোর রয়েছে। রবিবার নেত্রকোণায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীন পাটোয়ারীর মন্তব্যকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির মন্তব্য থাকলে তা ব্যক্ত করতে পারে। গঠনমূলক সমালোচনা যে কেউ করতেই পারে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ডাক বাংলোয় জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুসারে হতে হবে। কিন্তু সেই বিষয়ে ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে এনসিপির। তবে ৫ আগস্টের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আশাবাদী তারা।

শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন, জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লের্য়ি ফিলডের বিষয়টি দেখা হবে।

এদিন বেলা সাড়ে ১১টায় জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। পরে সেখানে এক পথসভায় বক্তব্য দেবেন।

পদযাত্রায় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম
হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 
বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা