বিএনপির ওয়াকআউট, অ্যালার্মের পেছনে ‘সিগারেট ধোঁয়া’

ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম, বৈঠক ছেড়ে বেরিয়ে যান রাজনৈতিক নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৩:৩৩
অ- অ+

ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করায় তাড়াহুড়ো করে বৈঠক কক্ষ ছেড়ে বেরিয়ে যান জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে অ্যালার্ম বাজে। মুহূর্তেই বৈঠককক্ষে হইচই শুরু হয়। তড়িঘড়ি করে সবাই বেরিয়ে আসেন। পরে জানা যায়, আগুন লাগেনি—কয়েকজনের ধূমপানের ধোঁয়ায় অ্যালার্ম চালু হয়েছিল।

একাডেমির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, `অ্যালার্ম বাজার পরপরই আমরা দ্রুত খোঁজ নিই কোথাও আগুন লেগেছে কি না। কিন্তু কোথাও আগুনের অস্তিত্ব পাইনি। পরে জানা যায়, কেউ বা কয়েকজন সিগারেট খাওয়ার সময় ধোঁয়া ওঠায় অ্যালার্মটি বাজে।'

ঘটনার প্রায় ২০ মিনিট পর, দুপুর ১২টা ৪০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে নেতারা আবার বৈঠকে ফিরে যান। প্রায় পৌনে ১টার দিকে পুনরায় শুরু হয় বৈঠক।

এর আগে বৈঠক শুরুর কিছু সময়ের মধ্যেই ওয়াকআউট করে বিএনপি। দলটি বৈঠকের কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়ে প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায় বলে জানা গেছে।

এদিকে রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠক। এতে সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, তিন দিনের মধ্যেই অনেক কাজ শেষ করে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে।

ড. রীয়াজ আরও বলেন, ‘এখন আমরা কোনো খসড়া বিতর্কে যাচ্ছি না। মৌলিক আপত্তি থাকলে তা ফ্লোরে আসবে। চূড়ান্ত সনদে থাকবে প্রক্রিয়া, পটভূমি ও কমিটমেন্ট। কিন্তু এখনই তালিকা প্রকাশ করা হচ্ছে না।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা