বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৭:৩১
অ- অ+

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে এক বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

৪০ মিনিটব্যাপী বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে চলমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অন্যতম।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকবসন বাংলাদেশের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের জন্য নিয়োজিত কমিশনের অগ্রগতি সম্পর্কেও মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূকে অবহিত করেন। এই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে মূল সংস্কার ইস্যুগুলোতে একমত করার জন্য কাজ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা