প্রযোজককে প্রকাশ্যেই জুতাপেটা করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৩:৪৮
অ- অ+

অভিনেত্রী রুচি গুজ্জার কান চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে আলোচনায় আসার পর এবার ভিন্ন এক কারণে ফের শিরোনাম হলেন। ম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে বেধড়ক জুতাপেটা করেছেন রুচি!

ইতোমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, হলে ঢুকে প্রযোজকের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন রুচি। এক পর্যায়ে হঠাৎ করে ক্ষেপে গিয়ে করণ সিং চৌহানকে বেধড়ক জুতাপেটা করতে শুরু করেন। তখন এ অভিনেত্রীর সঙ্গে একদল বিক্ষোভকারীও ছিল। সেই বিক্ষোভকারীদের হাতে প্রযোজকের ছবিসহ প্ল্যাকার্ড ছিল, যেখানে করণের মুখের উপর লাল রঙের ক্রস চিহ্ন দেয়া ছিল।

কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাঁকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে কয়েক লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। কিন্তু সেই ঘটনার এক বছর পেরিয়ে গেলেও তা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এমনকি সোনি টিভিতে সেই ধারাবাহিক প্রচারের কথা থাকলেও সেটাও হয়নি। উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাবে ২৭শে জুলাই।

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী! ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও গণমাধ্যমকে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা