প্রথম সেশনেই পাঁচ উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে রীতিমত ধুঁকছেন পাকিস্তানি ব্যাটাররা। টানা দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তানজিম হাসান সাকিব। যদিও শেষ পর্যন্ত হয়নি। তবে প্রথম ৭ ওভারের সেশনে ২০ রান করতেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।
শেখ মেহেদী প্রথম ওভার বল করতে এসে শেষ বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। পারভেজ ইমন ডিপ পয়েন্টে ডাইভ দিয়ে বল থামান, রিশাদ হোসেন করে থ্রো। স্টাম্প ভাঙেন লিটন। সাইম আইয়ুব ফেরেন ১ রান করে।
পরের ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত সুইংয়ে এলবিডব্লিউ হন মোহাম্মদ হারিস, গোল্ডেন ডাকে। আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নিয়েছিলেন হারিস। কাজের কাজ হয়নি। ৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
গত ম্যাচে পাকিস্তানের হাল ধরা ফখর জামানও এবার পারেননি। শরিফুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি (৮ বলে ৮)। লেগ সাইডে ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন। ১৪ রানে তৃতীয় উইকেটের পতন পাকিস্তানের।
পঞ্চম ওভারে টানা দুইটি বলে দুর্দান্ত বাউন্সারে ব্যাটারদের পরাস্ত করেন তানজিম সাকিব। হাসান নেওয়াজ আর মোহাম্মদ নওয়াজ-দুই ব্যাটারই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ০ রানে।
এর আগে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শেখ মেহেদী আর জাকের আলীর লড়াকু জুটিতে ভর করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয় টাইগাররা।
পাকিস্তানের পক্ষে সালমান মির্জা, আহমেদ দানিয়েল আর আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।
(ঢাকাটাইমস/২২জুলাই/আরকে)

মন্তব্য করুন