বেড়ে যত হলো স্বর্ণের দাম, কার্যকর বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ২৩:৫২
অ- অ+

দেশের স্বর্ণবাজারে আবারও উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে করে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্যবৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী বুধবার, ২৩ জুলাই থেকে এই নতুন দর কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর মঙ্গলবারের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ১ হাজার ৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ৮৫২ টাকা বাড়িয়ে হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ৭৩৫ টাকা বেড়ে নির্ধারিত হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা