টি-টোয়েন্টি সিরিজ

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৪ টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ২০:১৭
অ- অ+

তিন ম্যাচ সিরিজেরদ্বিতীয় ম্যাচে সফররত পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব কটি উকেট হারিয়ে ১৩৩ রান তুলতে পারে স্বাগতিকরা।

আজ ইনিংসের শুরুতেই বিপদে পড়ে - ম্যঅচে এগিয়ে থাকা বাংলাদেশ। ২৮ রানে চার উইকেট হারিয়ে যে বিপর্যয়ে পড়েছিল টাইগাররা, সেখানে ত্রাতা হয়ে আসে জাকের আলী শেখ মাহেদীর ব্যাট। এই জুটি পঞ্চম উইকেটে যোগ করেন ৫৩ রান। প্রাথমিক ধাক্কা সামলে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিতে দিতে বিদায় ঘটে মাহেদীর। ২৫ বলে ৩৩ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

একটু পর শামীম পাটোয়ারীও () ফিরে যান সাজঘরে।এরপর এক শর আগে ছয় উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। নিয়মিত ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে ফিরে ব্যর্থ হলেন নাঈম। রান পাননি অধিনায়ক লিটন দাসও ()।শূন্য করে রান আউট হন তাওহীদ হৃদয়।

তবে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ জুটি গড়েন জাকের-মাহেদী। ২০১৪ সালে সাকিব আল হাসান নাসির হোসেনের ৪৪ রানের রেকর্ডটা পেছনে ফেলেন তারা।

বাংলাদেশ ১৬ ওভারে উইকেট হারিয়ে ৯৪ রানে যখন ব্যাট করে, তখন ক্রিজে জাকের আলী (৩২) তানজিম সাকিব। শেষ পর্যন্ত থেকে জাকের আলী ৫৫ রান করেন।

শেষ চার ওভারে তাকে যারা সঙ্গ দিয়েছেন, তারা কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। শামীম হোসেন , তানজিম সাকিব , রাহাদ হোসেন এবং শরিফুল ইসলাম করেন রান।

বাংলাদেশ আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে। তানজিদ তামিমের জায়গায় নাঈম। তাসকিনের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।

পাকিস্তানের পক্ষে মির্জা, দানিয়েল আফ্রিদি নেন ২টি করে উইকেট এবং আশরাফ নাওয়াজ নেন একটি করে।

বাংলাদেশের একাদশ: পারভেজ ইমন, নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাঈম আইয়ূব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আঘা, মোহাম্মদ নওয়াজ, খুলদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ ড্যানিয়াল।

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃতীয় টি–টোয়েন্টি: বাংলাদেশকে হারিয়ে মান বাঁচাল পাকিস্তান
নোয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত 
ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ
রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা