আ.লীগ নেতার ছেলে এনসিপি-কর্মীর গাড়িচাপায় নিহত ১ আহত ৬, ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৫:০৩
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হাশেমের ছেলে এনসিপি নেতা কামরুলের বাসের চাপায় একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই হতাহতের ঘটনায় ষড়যন্ত্রের অভিযাগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার বিকেলে মুরাদনগরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার দর্শকদের ওপর বাস তুলে দিলে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন (৪৫) একই উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাঠের পাশে সড়কে ৪০ মিনিট ধরে থেমে থাকা বাসটি হঠাৎ দর্শকদের ওপর দিয়ে চালিয়ে দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছু নয় ।

শনিবার বিকেলে মুরাদনগরের ড্রাগন ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছিল। কিন্তু মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ যখন দর্শকে পরিপূর্ণ, তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন মাত্র তিনজন পুলিশ সদস্য।

অভিযোগ উঠেছে, মাঠে খেলার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চেয়ে ইউএনও ও পুলিশের কাছে আবেদন করা হলেও তা পায়নি আয়োজক কমিটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মুরাদনগর রুটে চলাচলকারী ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের বাসটি প্রায় ৪০ মিনিট মাঠের পাশে থেমে ছিল। বাসের ছাদে বসে খেলা দেখছিল সাধারণ মানুষ। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বাসটি লোকজনের ওপর দিয়ে চলতে শুরু করে।

এ সময় বাসের চাপায় গিয়াস উদ্দিন মারা যান। আহত হন আরও ছয়জন। স্বেচ্ছাসেবীদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স ১৫-১৬ বছর। তারা জানান, অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সেই সাথে এখানে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, মুরাদনগর উপজেলার মানুষকে মাদক থেকে দূরে রাখতে, মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে মাদকবিরোধী একটি টুর্নামেন্টের আয়োজন করে মুরাদনগর ড্রাগন ক্লাব। দুই মাস ধরে চলা টুর্নামেন্টে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে ফাইনাল ম্যাচে হঠাৎ দর্শকের ওপর বাস তুলে দেওয়া সন্দেহজনক।

মহিউদ্দিন অঞ্জন বলেন, থেমে থাকা গাড়ি হঠাৎ সচল হওয়া, চালককে ধরে পুলিশে দেওয়ার পরেও তাদের ছেড়ে দেওয়া, আটক গাড়ি ছেড়ে দিয়ে পরে আবার থানায় নিয়ে যাওয়া- এগুলা পূর্বপরিকল্পনার অংশ বলে মনে করি।’ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ‘মুরাদনগরে এনসিপির পাঁচ-ছয়জন কর্মী এলে ৩০-৪০ জন পুলিশ পাহারা দিতে ব্যস্ত হয়ে যায়৷ অথচ আজ লাখো মানুষের উপস্থিতিতে একটি ফুটবল ফাইনাল ম্যাচে মাত্র একজন এসআই ও তিনজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘যে গাড়িটির চাপায় হতাহতের ঘটনা ঘটল, সেটি ধামঘর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আবুল হাশেমের ছেলের। সে এখন এনসিপির ছায়াতলে থেকে কাজ করে যাচ্ছে। তাই আমরা এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের স্পষ্ট আভাস দেখতে পাই। এর সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘আমি আজ সারা দিন অফিসিয়াল কাজে কুমিল্লায় ছিলাম। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না। আপনারা দায়িত্বে থাকা এসআইয়ের সাথে কথা বলুন।’

খেলা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই রুহুল আমিন বলেন, ‘খেলা সুন্দরভাবে চলছিল। ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস প্রায় ৪০ মিনিটের মতো মাঠের পাশে রাস্তায় দাঁড়ানো ছিল। দর্শকরা বাসের ছাদে উঠে খেলা দেখছিল এবং ভিতরে যাত্রীও ছিল। আকস্মিকভাবে, বাসটি সামনের দিকে চলতে শুরু করে।’

এসআই আরও বলেন, ‘আমি সাথে সাথে সেখানে যাই এবং শুনতে পাই গাড়ি ব্রেক ফেইল করেছে। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন মারা যান। গাড়িটি আমরা জব্দ করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি।’

ড্রাগন ক্লাবের সভাপতি ও ফুটবল টুর্নামেন্টের আয়োজক মিজান আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘ দুই মাস যাবত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছি। কোনো সমস্যা হয়নি। ফাইনাল ম্যাচ সামনে রেখে আমরা মুরাদনগর থানার ওসি এবং ইউএনওকে অবহিত করি। নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করি। কিন্তু আমরা যথেষ্ট পুলিশ সদস্য পাইনি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিলে হযতো আজকে এই হতাহতের ঘটনা ঘটত না।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ
যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ 
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা