বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত মেহেনাজ আক্তার হুমায়রা (৮) কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিমানবাহিনীর প্রতিনিধি দল। সোমবার (২৮) জুলাই দুপুর ২টায় উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে নিহত ওই শিক্ষার্থীর কবরের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তার কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও পিএসসি (ইঞ্জিন) এর নেতৃত্বে ১২ জন বিমানবাহিনীর সদস্য।উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় মেহেনাজ আক্তার হুমায়রা নিহত হয়।
(ঢাকা টাইমস/২৮জুলাই/এসএ)

মন্তব্য করুন