‘ভূতের মুখে রাম নাম’— ফারুকীর কড়া সমালোচনায় মম

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৩:৫৪| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:২৮
অ- অ+

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক ঘটনায় শোকে কাতর দেশের মানুষ। এই ঘটনা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। নানা পেশার মানুষজন নিজেদের মতো করে তাদের মতামত সেখানে শেয়ার করছেন। দুর্ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। এসব বিষয় নিয়ে কথা বলছেন শোবিজ অঙ্গনের শিল্পীরাও।

এদিকে শিল্পীদের এসব স্ট্যাটাসে যাতে কোনো গুজব সৃষ্টি না হয় তাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে শিল্পীদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন বর্তমান সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকীর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে অনেক তারকাই পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় অভিনেত্রী লাক্স তারকা জাকিয়া বারী মম অন্যতম। তিনি ফারুকীর স্ট্যাটাসের একটি ফটোকার্ড শেয়ার করে কড়া সমালোচনা করে ফেসবুকে লিখেন, ‘প্রচলিত প্রবাদ— ‘‘ভূতের মুখে রাম নাম।’’ যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন; ক্ষমতা মানুষকে বানায় দানব। শিল্পী যখন ক্ষমতা পায় তখন কি হয় তা ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে বুঝতে পারেন।

জেলেনস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘‘ড্রোন’’, আকাশে উড়ে টাকা। জাতির আশার ওপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শিখায় দায়িত্বশীলতা। হাহাহা।’’

(ঢাকাটাইমস/২৪জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
রাতের আঁধারে নয়, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে দিনের আলোতেই সব কিছু চাই: সিইসি
আ.লীগ গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা