ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, এলাকাজুড়ে উৎসবের আমেজ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৩:৫৯| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:১৮
অ- অ+

ছোটবেলা থেকেই একটি স্বপ্ন লালন করে আসছিলেনএকদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সময়ের ব্যবধানে সেই ইচ্ছা বাস্তবে রূপ দিলেন প্রবাসী হাফেজ মো. আতিক ফারাজি (২৩)। এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে দিনটির অপেক্ষায় ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর (চেয়ারম্যান বাড়ি) গ্রামে হেলিকপ্টারে করে কনের বাড়ির পাশে একটি খোলা মাঠে নামেন বর হাফেজ মো. আতিক ফারাজি। এসময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।

সৌদি প্রবাসী মো. আতিক ফারাজি উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ৪নং চর ডিগ্রীচর গ্রামের মো. আব্দুল মজিদ ফারাজির ছেলে। আর কনে সাবরিনা খুশবু শিমু (১৯) গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত আলহাজ খোরশেদ আলমের মেয়ে।

বরের বাবা আব্দুল মজিদ ফারাজি বলেন, “আমার ছেলের স্বপ্ন ছিল হেলিকপ্টারে বিয়ে করার। আজ সে তা বাস্তব করেছে। আমি খুব গর্বিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

কনের ভাই বলেন, “আমরা চার ভাইবোন, বাবাকে হারিয়েছি বহুদিন। ছোট বোনকে এভাবে বিয়ে দিতে পেরে মনটা ভরে গেছে। আমাদের পরিবারের সম্মানও বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “এই এলাকায় জীবনে কখনো হেলিকপ্টার নামতে দেখিনি। তা-ও আবার বর নিয়ে! এটা চোখের দেখা না হলে বিশ্বাস করতাম না।

নারী জাহানারা খাতুন বলেন, “শিমুর মতো মেয়ে এমন রাজকীয় আয়োজনে বিয়ে করবে ভাবিনি। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আল্লাহ ওদের জীবনকে সুখে ভরিয়ে দিক।

বর হাফেজ মো. আতিক ফারাজি বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি: আখতার হোসেন
চুয়াডাঙ্গায় ভারতীয় রুপাসহ দুই চোরাকারবারি আটক
ভাটারায় মুক্তিপণের দাবিতে অপহরণ: ব্যবসায়ী উদ্ধার, টাকাসহ পাঁচজন গ্রেপ্তার
সাবেক এমপি শাম্মীর বাড়িতে চাঁদা আনতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসহ ৫ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা