চুয়াডাঙ্গায় দিনমজুরকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ২০:১৩
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগরে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে এসে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামে জমি কেনেন এবং সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। পরে দুপুর ২টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এদিকে এ ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নেয় তার বাবা মারা গেছে কিনা? এ কারণে এলাকাবাসী ধারণা করছেন হত্যাকাণ্ডের সাথে ছেলে রাজু জড়িত থাকতে পারে।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা