চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসীমের ছেলে, জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ. কে. রাতুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ এই শিল্পী।
রাতুলের মৃত্যু সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম।
তিনি জানান, শনিবার সকালে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হলে ঘণ্টাখানেকের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ. কে. রাতুল শুধু একজন গায়ক কিংবা মিউজিশিয়ানই ছিলেন না, ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সংগীতপ্রেমী। ব্যান্ড সংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনের ক্ষেত্রেও তিনি ছিলেন একজন পরিচিত মুখ। তার অকাল প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, বন্ধু ও সংগীতপ্রেমীদের অনেকে সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।
রাতুলের পিতা চিত্রনায়ক জসীম ছিলেন বাংলা অ্যাকশন সিনেমার এক অবিস্মরণীয় নায়ক। বাবার মতোই শিল্প ও সৃষ্টিশীলতার ভুবনে নিজস্ব অবস্থান তৈরির পথে ছিলেন রাতুল।
(ঢাকাটাইমস/২৮ জুলাই/এলএম)

মন্তব্য করুন