শেরপুর সদর ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকালে শহরের খরমপুর এলাকায় হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
এদিন হযরত আলীকে আহ্বায়ক, এসএম শহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহ্বায়ক, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাফর আলীকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ।
(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

মন্তব্য করুন