ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি, যে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৪:৫০| আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৮
অ- অ+

জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি মারধর ও হুমকির অভিযোগে এ জিডি করেন; যা রবিবার রাতে ডিএমপির মিরপুর মডেল থানায় করা হয়। সৌরভ ক্রিকেটার তাসকিনের সম্পর্কে বন্ধু বলে জানা গেছে।

সোমবার দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান ঢাকাটাইমসকে জিডির তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতরাতে ভুক্তভোগী থানা এসে জিডিটি করেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’ তবে ভুক্তভোগী জিডি তুলে নেওয়ার জন্য থানা পুলিশকে অবহিত করেছেন বলেও জানান ওসি সাজ্জাদ রোমান।

থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভুক্তভোগীকে ফোন করে মিরপুর ১ নম্বরে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা