যাত্রাবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১১:৪৫| আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৩:০৩
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বাধন (২৪), আলমগীর প্র. পরী (৩৫) ও আব্দুল মান্নান (৪৫)।

শনিবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায়, দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে বাধন, আলমগীর ও মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা তারা বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা ঘনবসতি এলাকায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি: আব্দুস সালাম পিন্টু
ভুল ট্রেনে উঠা নারীকে ধর্ষণের ঘটনায় ৩ আসামির স্বীকারোক্তি
মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজি, মামলার এজাহারে যা আছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা