মাইলস্টোন ট্র্যাজেডিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমনি, হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১৩:৫৩| আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৪:১৫
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ সংলগ্ন বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি আবেগঘন পোস্টে তিনি জানান, দুর্ঘটনার ছবি ও ভিডিও দেখার পর তিনি ভয়াবহ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন এবং রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে পরীমনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে পরীমনি লিখেছেন, “আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এ‍্যাডমিশন নিতে হয়।

এই পোস্টে পরীমনি শুধু নিজের মানসিক অবস্থা নয়, বরং শিশুদের মৃত্যুর পর তাদের মায়েদের শোক কতটা গভীর হতে পারে – সে ব্যথাও তুলে ধরেছেন। বলেন, বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……”

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা