ভারতীয় গোয়েন্দা পুলিশের হাতে বাংলাদেশি অভিনেত্রী গ্রেপ্তার, বেরিয়ে এলো রহস্যময় তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ১৩:৫১| আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৪:০৭
অ- অ+

কলকাতায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী শান্তা পাল। ভারতীয় বিভিন্ন পরিচয়পত্র ও বাংলাদেশি নথিপত্রসহ সন্দেহজনকভাবে তাকে আটক করা হয় শহরের যাদবপুর এলাকা থেকে। তদন্তে উঠে এসেছে, তার কাছে একাধিক পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডসহ নানা নথি পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে শান্তার পরিচয় ও নথির সত্যতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, আর সেই সন্দেহে আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের ধারণা, এর পেছনে একটি বৃহৎ চক্র কাজ করছে এবং তদন্ত চলছে আরও তথ্য বের করতে।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এমনকি একটি বিমানসংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহএতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে সম্ভব এবং কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ভোটার কার্ড পেয়েছেন। ব্যাপারে নির্বাচন কমিশন খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ভোটার আইডি পাওয়া গেছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগীতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে।

সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের মতে তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি। তদন্তকারীরা সন্দেহ করছে, এর সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো।

বাংলাদেশেমিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। সে সময় প্রতিযোগিতার অনিয়মের অভিযোগ তুলে আলোচিত হয়েছিলেন তিনি। অভিনয় জীবনে তার বড়পর্দায় অভিষেক হয়েছিলব্যাচেলর ইন ট্রিপসিনেমার মাধ্যমে। এছাড়া তামিল ছবিইয়েরালাভা-তেও অভিনয় করেছেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও।

(ঢাকাটাইমস/১জুলাই/আগস্ট)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা