জুলাই বীর অগ্নিসন্তান ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দিলো জবি বাগছাস

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ২১:১০
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্মুখ সারির আন্দোলনকারী শিক্ষার্থী ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখা।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আয়োজিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক ড. রইস উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন বাগছাসের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বলেন, ‘আমার এখনও মনে পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল বের হতো—সামনে নারীরা, পেছনে ছেলেরা ঢাল হয়ে থাকতো। ছাত্রদের রক্ত আর ত্যাগের বিনিময়ে এই রাষ্ট্র দাঁড়িয়ে থাকলেও তাদের কথা কেউ শোনে না। তবুও আপনারা রাজপথে ছিলেন, কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আপনাদের পাশে চাই।’

জবি বাগছাস শাখার সেক্রেটারি মো. শাহীন মিয়া বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানোত্তর প্রজন্ম। সম্মুখসারির আন্দোলনকারীদের এবং সাহসী সাংবাদিকদের সম্মানিত করে আমরা ঐক্যের বার্তা দিতে চেয়েছি যেভাবে গত জুলাই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এক হয়েছি।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন জবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট ও জাতীয় পতাকা উপহার দেওয়া হয়।

(ঢাকা টাইমস/০১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা