সঠিক ইতিহাস সংরক্ষণের আহ্বান রিজভীর: ‘জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ’

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ২১:৫২
অ- অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব এদেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করেছে। ইতিহাসের সত্য ঘটনা আজ আর সহজে প্রকাশিত হয় না। উপমহাদেশজুড়ে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সত্যকথন যেন অপরাধ হয়ে উঠেছে।

শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে জুলাইঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের ইতিহাসে বহু মহিমান্বিত ঘটনা আছে, যেগুলো সময়মতো বলা হয় না। এখন এমন এক সময় চলছে, যেখানে সত্য ইতিহাস রচনা এবং পাঠ করাও কঠিন হয়ে উঠেছে। অথচ এসব ঘটনা গ্রন্থ আকারে প্রকাশ করা প্রয়োজন, যা আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।

বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ১৬ বছরের ইতিহাসে আমাদের ওপর চালানো হয়েছে নিপীড়ন, গ্রেপ্তার, মামলা, রিমান্ডে অকথ্য নির্যাতন। এসব ইতিহাস মুছে ফেলার চেষ্টা চললেও সত্যকে ঢেকে রাখা যায়নি। জুলাই বিপ্লব তার প্রমাণ।

রিজভী আরও বলেন, তরুণরা কোনো মিথ্যা বয়ানে বিশ্বাস করেনি। তারা পারিবারিক সীমা, শিক্ষাঙ্গন পেরিয়ে রাজপথে বুক পেতে দিয়েছিল স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর সামনে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে পানি দিতে এগিয়ে গেছে। সেই সময়ও গুলি থামেনি।

সরকারি প্রচারযন্ত্র নিয়ন্ত্রণ করে বছরের পর বছর মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “সকালে উঠে রাত পর্যন্ত জনগণের মন নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য বুঝে নিয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ হচ্ছে সেই দেশ, যেখানে ১৭৫৭-এর পলাশী, ১৮৫৭-এর সিপাহী বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা বিপ্লবের ইতিহাস রয়েছে। এই জাতিকে মিথ্যার বয়ানে চিরতরে দমন করা যায় না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা সঞ্জয় দে রিপন, মনিরুজ্জামান মনির, জিকরুল হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/১আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা