অন্তবর্তীকালী সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সরকার’ প্রশ্ন মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ২১:০০
অ- অ+

‘অন্তবর্তীকালী সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সরকার’ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা আব্বাস।

শুক্রবার বিকালে এক সমাবেশে এনসিপির নেতৃত্বে সরকারের সকল সুযোগ-সুবিধা নিচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন,‘কি বলব? এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পঁচে গিয়েছে। আমি ধারণা করছি এই সরকার বোধহয় এনসিপির সরকার। অবস্থাদৃষ্টে মনে হয়, এই সরকার বোধহয় এনসিপির সরকার।”

কী মনে হয় আপনাদের (উপস্থিতি সমাবেশের লোকজনের উদ্দেশ্যে)? উনারা যখন-যেখানে যান প্রটোকল পান সরকারি প্রটোকল পুলিশ, বিডিআর আর্মির গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যান পান এমনভাবে বিষয়টা জানানো হয় যে, অমুক নেতা আসছেন দেখে রাখবেন।

প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, ভাই আমরা তো বহু জায়গায় যাই বহু গেলাম কই আমরা তো পাই? আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা মেয়র ছিলাম কই আমরা তো পাই না সরকারি প্রটোকল।

মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশ হয়।

‘১০ মাসে তারা একজন হত্যাকারীও বিচার করতে পারেনি’

মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স ১০/১১ মাসের বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারেন নাই্। হত্যাকারীদের গ্রেফতা্র করে নাই, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেলো আরামের সঙ্গে আপনারা বিচার করছেন না।

আমি বলি, ১১ মাস কি কম সময় এটা বেশি সময় না কিন্তু কম সময়ও না। ১০ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন।আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরেছেন। অবশ্যই শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছি, যাদের ঘরে একসময় খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, যারা ভক্ষণ করছেন পান করছেন শহীদদের রক্ত পান করছেন আপনারাএই কথা মাথায় রাখতে হবে।

কেনো শহীদ পরিবারের সদস্যরা ‘এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না’ তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

‘সংস্কার প্রসঙ্গে’

মির্জা আব্বাস বলেন, আমি খেয়াল করলাম যে, কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে ঐক্যমাত্র কমিটির আলোচনা হচ্ছে সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দকে কটাক্ষ করেন অনেকে আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছে যাদের ৫ আগস্টের আগে জীবনেও কোনদিন মাকে দেখা যায় নাই।

আমরা ১৭ বছর মাঠে ছিলাম। অনেকে বলে, ১৭ বছর কোথায় ছিলাম। আরে ভাই ১৭ বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি সে বলবে, ১৭ বছর জেলে ছিলাম, এত বছর আন্দোলন করেছি, এতো রাস্তায় কাটিয়েছি একদিনে ওই শেখ হাসিনার পতন হয় নাই।

‘নির্বাচন নিয়ে গড়িমসি চলছে’

মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই. এই আন্দোলনের ফসল। নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি। তখন থেকেই আপনারা বলছেন, নির্বাচন করা যাবে না। আরে ভাই নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে?

নির্বাচন নিয়ে এতো গড়িমসি কেনো আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা আমরা বুঝতে পারি।

তিনি বলেন, আমি উনাদেরকে বলব, আর দেরি কইরেন না। আমরা জানি দিন, ঘোষণা দিবেন তারিখ ঘোষণা দিবেন এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবেন। আর যা না হোক আমি অনেক সন্দেহ করি যে, এই নির্বাচনী ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে।

তিনি বলেন, আমি এখনও মনে করি, নির্বাচন তারা সুষ্ঠ না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে, বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। কিন্তু বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে আমরা দরকার হলে আরো ১৭ বছর আন্দোলন করব কিন্তু সমস্যা নাই আমাদের। অবশ্যই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে।

নির্বাচনের বিরুদ্ধে যেকেনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা আব্বাস।

ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বি্শেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বানিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, মীর আলী নেওয়াজ, ইশরাক হোসেন, দক্ষিনের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা