উত্তরায় এক অনুষ্ঠানে
শহীদ দুই পরিবারের সাথে বিএনপি নেতা সাজু

রাজধানীর উত্তরায় ২৪'এর গণ-অভ্যুত্থানে নিহত শহীদ দুই পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু। শুক্রবার বীর শহীদদের স্মরণে উত্তরা ৭ নম্বর সেক্টরে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। যেখানে প্রধান অতিথি ছিলেন দলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই অনুষ্ঠানে উপস্থিত হন শহীদ শেখ ফাহমিন জাফরের গর্বিত মা
বিএনপি নেতা সাজু শহীদ দুই পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করে দীর্ঘসময় তাদের পাশে বসে কথা বলেন। সেখানে এক আবেগঘন পরিবেশে তারা একে অপরের খোঁজখবর নেন এবং সন্তান হারানোর বেদনা ভাগ করে নেন।
সাজু বলেন, 'এই জাতি শহীদদের ত্যাগ কখনো ভুলবে না। শহীদ ফাহমিন ও মুগ্ধ-এর মতো সাহসী তরুণদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।'
শহীদ ফাহমিন জাফর টঙ্গী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং গত ১৮ জুলাই উত্তরার আজমপুরে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন। ওই বছরের একইদিন আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তাদের দু'জনের মৃত্যু নিয়ে সারাদেশে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মুগ্ধের বাবা বলেন, 'আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, তার মূল্য সে জীবন দিয়ে দিয়েছে।'
ফাহমিনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আজকে এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানোটা শুধু রাজনৈতিক সৌজন্য নয়, এটা আমাদের জন্য মানসিক শক্তি। সাজুর মতো নেতাদের আরও বেশি করে শহীদ পরিবারগুলোর পাশে থাকা উচিত।'
এ সময় বিএনপি নেতা সাজু সরকারের প্রতি আহ্বান জানান, শহীদদের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য।

মন্তব্য করুন