৭২ কোটি রুপির সম্পত্তি ভক্তের পরিবারকে ফিরিয়ে দিলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৩:০৩| আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৪:০৭
অ- অ+

সঞ্জয় দত্ত বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনে বিভিন্ন ঘটনার কারণে তিনি আলোচিত-সমালোচিত। সম্প্রতি তিনি নিজের সম্পর্কে দারুণ এক তথ্য শেয়ার করে আলোচনায় এসেছেন।

এক নারী ভক্ত তাকে মৃত্যুর আগে ৭২ কোটি রুপির সম্পত্তি উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছিলেন। তবে তিনি সেই সম্পত্তি গ্রহণ না করে বিনয়ের সাথে ভক্তের পরিবারের কাছে ফিরিয়ে দেন।

সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি ওটা তার পরিবারকে ফেরত দিয়েছি।’

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে যখন জানা যায় নিশা পাটিল নামের মুম্বাইয়ের এক ৬২ বছর বয়সী গৃহিণী কঠিন অসুখে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন যাতে তার সব সম্পত্তি সঞ্জয় দত্তকে দেওয়া হয়।

তার এই অনন্য উদারতায় অনেকেই বিস্মিত হন। তবে সঞ্জয় দত্তের মানবিক ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়েছে অনেকেই। তিনি কোনো ধরনের আইনি জটিলতা না করেই সম্পূর্ণ সম্পত্তি তার পরিবারের কাছে ফিরিয়ে দেন।

সঞ্জয়ের জীবনের ঘটনাবলীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে জনপ্রিয় ছবি ‘সঞ্জু’। যেখানে তার চরিত্রে রণবীর কাপুর অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

বর্তমানে সঞ্জয় দত্ত নতুন তিনটি ছবির কাজে ব্যস্ত। এর মধ্যে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’, দুটি দক্ষিণী চলচ্চিত্রে ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজাসাহেব’।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে তাকে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
‘সিতারে জামিন পার’ দিয়ে বক্স অফিসে নিজের রেকর্ড ভাঙলেন আমির
ভারতে বিমান বিধ্বস্ত: বলিউড তারকাদের শোক
জন্মদিনে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন শিল্পা শেঠির?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা