তাড়াশে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তাওহীদ হোসেন (৫) নামে শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির নানি মেরিনা খাতুন (৪৮) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, গতকাল নানার বাড়িতে বেড়াতে আসে নাতি তাওহীদ। পরে বিকালে তাকে রেখে আসার জন্য তার নানি তাওহীদের হাত ধরে মহিষলুটি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শিশুর মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় নানিকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

মন্তব্য করুন