গণহত্যার বিচারে কোনো গাফিলতি হচ্ছে না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাক টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৫:৫৬
অ- অ+

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে বর্তমান সরকারের কোনো গাফিলতি বা আন্তরিকতার অভাব নেই। যেভাবে বিচার করার দরকার সেভাবেই করা হচ্ছে। বিচারের প্রতি সবার আস্থা থাকতে হবে। শেখ হাসিনার সরকার মহা অপরাধ করে গেছে, আমরা এমনভাবে বিচার করব যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে।’ তিনি বলেন, এ সরকারের আমলেই সকল গণহত্যার বিচার হবে।

মঙ্গলবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনভাবে গণহত্যার বিচার করতে চাই, যেন কেউ এই বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের অপরাধের এমন অকাট্য দলিল রেখে গেছে যে, তাতে কেউ এই বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

তিনি বলেন, ‘জুলাই অপরাধের বিচারের জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হচ্ছে।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এর চেয়ে আর আমরা কী দৃশ্যমান দেখাবো।’

আসিফ নজরুল আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু বিচার করার চেষ্টার কোনো ব্যর্থতা নেই। কারণ বিচার একটি জটিল প্রক্রিয়া। বিশেষ আইনে করা হচ্ছে। শেখ হাসিনার সরকার মহা অপরাধ করে গেছে, আমরা এমনভাবে বিচার করব যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে।’ বিচারে মানুষ ও শহীদ পরিবার শান্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

(ঢঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা