নারী নির্যাতনের ঘটনায় দলীয় নীরবতায় ক্ষুব্ধ তিনি
‘ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে’ পোস্ট লিখে এনসিপি ছাড়লেন নিলা ইসরাফিল

‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়’— এই ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিনেত্রী ও সাবেক দলীয় নেত্রী নিলা ইসরাফিল।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নিজের ফেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এনসিপি থেকে তার পদত্যাগ ও দলত্যাগের ঘোষণা দেন।
নিলা ইসরাফিল বলেন, ‘একজন নারীকে হেনস্তার পরও যখন দল অপরাধীর পক্ষে নীরব থাকে এবং তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না, বরং সেই অপরাধী দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়—তখন সে দল আর কোনো আদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।’
তিনি আরও বলেন, ‘আমি আজ থেকেই এনসিপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। আমি এ দলকে প্রত্যাখ্যান করছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র।’
দলের ভেতর নারীর প্রতি অবমাননা, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টার অভিযোগ এনে নিলা বলেন, ‘একজন নারীকে অপমান ও নিপীড়ন করেছে যে ব্যক্তি, তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি। আমি আর এমন দলে থাকতে পারি না।’
নিলা ইসরাফিল অভিনয়শিল্পী হিসেবেও পরিচিত। সাম্প্রতিক সময়ে এনসিপি নেতা সারোয়ার তুষার তাকে যৌনহয়রানি মূলক কথা বলেন। যা ভাইরাল হয়। এই ঘটনায় দল তো কোনো পক্ষ নেয়নি এমনকি কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি। এরপরেই এনসিপি থেকে সরে দাঁড়ালেন নিলা।
এদিকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতির ঘটনায় অনেকে নিলা ইসরাফিলকে সাধুবাদ জানিয়েছেন।
তার পোস্টে এনাম চৌধুরী লিখেছেন— ‘অভিনন্দন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য’।
তানজিন এ রোমিও লিখেছেন— ‘সিন্ডিকেটে টিকে থাকা মুশকিল’।
রাফিম হাসনাত হিজবু মন্তব্য করেন— ‘হুট করে এমন সিদ্ধান্ত! অথচ ভেবেছিলাম কিছু একটা পরিবর্তন হবে!’।

মন্তব্য করুন