১ আগস্ট
প্রকল্প কাজের কারণে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যে তিন জেলা

আগামী ১ আগস্ট উত্তরাঞ্চলের তিনটি জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রকল্প কাজের প্রয়োজনে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে সম্পূর্ণ শাটডাউন দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হবে।
রবিবার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলবে। এ সময় দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
পিজিসিবি জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন