সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ৭৫ ভরি স্বর্ণসহ দুই কোটি টাকার মালমাল ডাকাতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৯:৩২
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা, স্বর্ণাংকারসহ দুই টাকার মালামাল লুট হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে সোমবার ভোররাত আড়াইটার দিকে ডাকাতরা রান্নাঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির নারী শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা আইফোন লুট করে নিয়ে যায়।

সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের চার স্ত্রী ৮ শিশু সন্তান নিয়ে তারা এই বাড়িতে বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না।

রিজিয়া বেগম জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাত দল রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটকে রাখে। পরে শিশু সন্তারদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (-অঞ্চল) আসিফ ইমাম সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণ নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতি ঘটনার তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা