ভাটারায় মুক্তিপণের দাবিতে অপহরণ: ব্যবসায়ী উদ্ধার, টাকাসহ পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ২১:৩৯| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২২:০৯
অ- অ+

রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণে জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মুক্তিপণের আংশিক অর্থ ও অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

অভিযুক্তরা হলো— মোহাম্মদ তারিক শাফিন, কে এম ইসলাম, তানভীর রহমান স্বাধীন, আল নোমান ও মো. শিপন চৌধুরী।

পুলিশ জানায়, জাকির হোসেন বসুন্ধরা গেটের সামনে লন্ডন একরাম টাওয়ার সংলগ্ন এলাকায় ভাই ভাই ফল ভান্ডার নামে একটি দোকান পরিচালনা করতেন। ২৪ জুলাই ভোরে কাওরান বাজার থেকে ফল কিনে দোকানে মাল গোছানোর সময় ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ১০-১২টি মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক অপহরণ করে।

এরপর অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে তার স্ত্রী তাসলিমা আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে তাসলিমা আক্তার ২৪ জুলাই দুপুরে ৫ লাখ টাকা ও পরদিন আরও ২ লাখ টাকা প্রদান করেন। এরপরেও জাকির হোসেনকে মুক্তি দেওয়া হয়নি।

অবশেষে ২৫ জুলাই সন্ধ্যায় তাসলিমা আক্তার ভাটারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানার একটি টিম একই দিন রাত সাড়ে ১১টায় বেইলি রোডে অফিসার্স ক্লাবের সামনে অভিযান চালিয়ে অপহৃত জাকির হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঢাকাটাইমসকে জানান, অভিযুক্তদের হেফাজত থেকে মুক্তিপণের ২ লাখ ৫৭ হাজার টাকা ও অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার
বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সিএনজি ধর্মঘটে আখাউড়ায় যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
গোপন কসাইখানায় অভিযান: ৫০টি গাধা ও ১ হাজার কেজি মাংস জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা