বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার দাফন বোরহানউদ্দিনে সম্পন্ন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৩:৪২
অ- অ+

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ ওই কলেজের আয়া মাসুমা বেগম (৩৬) মারা গেছেন। দগ্ধ অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত মাসুমা বেগমকে রবিবার সকাল সাড়ে ৯টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৭ নম্বর ওয়ার্ডস্থ স্বামী মো. সেলিমের গ্রামের রুন্দি বাড়িতে দাফন করা হয়।

এদিকে শনিবার রাতে লাশের গাড়ি গ্রামের বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বামী মো. সেলিম জানান, আমার স্ত্রী পরিবার নিয়ে রাজধানীর তুরাগ থানার নয়ানগর এলাকার শুকরা ভাঙ্গাতে থাকতাম। আমি নিজে বায়িং হাউজে চাকরি করতাম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমার স্ত্রী মাসুমা বেগম আয়া পদে ৪/৫ বছর ধরে চাকরি করতো। যুদ্ধবিমান দুর্ঘটনায় সে অগ্নিদগ্ধ হয়। প্রথম ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিটে আইসিইউতে ভর্তি করা হয়। ৫ দিন পর শনিবার সকালে বার্ন ইউনিটে মারা যায়। মারা যাওয়ার পর বিমান বাহিনীর কিছু সহযোগিতায় অ্যাম্বুলন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে এসে রবিবার সকালে দাফন কাজ শেষ করি।

তিনি আরও জানান, তার স্ত্রী খুবই ভালো মানুষ ছিলেন ওই স্কুলের ছোট বাচ্চাদের দেখাশুনাও করতো।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোয়ালমারীতে পানিতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু 
কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ চালু
আন্ডারওয়াটার ফটোগ্রাফির চ্যাম্পিয়ন ভিভো ওয়াই৪০০ 
হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা