সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীও আসামি

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী তাহমিদা বেগমকেও পৃথক মামলায় আসামি করা হয়েছে।
রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দায়ের করা মামলায় তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে ২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
অন্যদিকে, তাহমিদা বেগমের বিরুদ্ধে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে ব্যাংক লেনদেনের অস্বাভাবিক পরিমাণ হিসেবে আরও এক কোটি ১৮ লাখ টাকার প্রমাণ পেয়েছে দুদক।
দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, শেখ আবদুল হান্নানের নামে বিদেশে, বিশেষ করে কানাডা ও দুবাইয়ে সম্পদের তথ্য পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে এসব বিদেশি সম্পদের প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব হবে বলে জানায় কমিশন।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে মামলাগুলো দায়ের করা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি, এসব সম্পদের কোনো বৈধ উৎস নেই। তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’
শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

মন্তব্য করুন