হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ২০:০০
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে মাদক (ফেনসিডিল) পাচার মামলায় বাবুল মিয়া (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের ইদন মিয়ার ছেলে।

রবিবার বিকাল ৫টায় হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ কায়সার মো. শামসুজ্জামান এ রায় প্রদান করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টা ১০ মিনিটের সময় মাধবপুর থানার তৎকালীন এস আই খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় বাবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ
যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ 
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ
বিমান বিধ্বস্তের পর মানসিক ট্রমায় শিক্ষার্থীরা, পাশে দাঁড়িয়েছে বিমানবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা