চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১৫:৩০
অ- অ+

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন চাঁদপুর শহরে একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার (২৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে লিকেজ মেরামতের জন্য কাজ শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মহসিন রোড মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে রবিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং চাঁদপুর গ্যাস অফিসে ফোন করে বিষয়টি জানান।

ব্যবসায়ীরা আরো জানান, কয়েকদিন আগেও ওই স্থান থেকে কয়েকগজ দূরে আগুন লাগে। ওইস্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে।

শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানী থেকে কোন সতর্ক বার্তা কিংবা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে লাইন দিয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে হয়েছে।

মেরামতের কাজে আসা কোম্পানীর সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহের এই লাইন অনেক পুরনো। লাইন স্থাপনের পর এই সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গতকাল আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। একই সাথে এই অংশে থাকা পুরাণ বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

কোম্পানির কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুধিার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

(ঢাকা টাইমস/২৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
মাইলস্টোন ট্র্যাজেডি: বোরহানউদ্দিনে মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা