তৃতীয় টি–টোয়েন্টি: বাংলাদেশকে হারিয়ে মান বাঁচাল পাকিস্তান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ২২:০০| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২২:০৪
অ- অ+

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার। তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশড হওয়া থেকে রক্ষা পেল পাকিস্তান। বাংলাদেশের সিরিজ জয় ২-১ ব্যবধানে। দেশের মাঠে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় পরাজয় এটি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট ১৭৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৭৯ রান। রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম ওভারেই ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই সালমান মির্জাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন তানজিদ তামিম। বল হালকা করে ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের কাছে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জেতে পাকিস্তান। শূন্য রানেই ফেরেন তামিম।

এরপর লিটন দাস বরাবরের মতো ক্লাসিক্যাল শট খেলে শুরু করার পর হতাশ করেছেন। ৮ বলে ৮ করে ফাহিম আশরাফের বলে পরিষ্কার বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ১০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ, জাকের আলী আর শেখ মেহেদী তাদের দেখানো পথেই হেঁটেছেন। মিরাজ (৮ বলে ৯) ফাহিম আশরাফের বলে মিডঅনে দেন ক্যাচ। জাকের আলী (২ বলে ১) আর শেখ মেহেদী (২ বলে ০) দুজনই সালমান মির্জার এক ওভারে বোল্ড।

শামীম পাটোয়ীরও বোল্ড হওয়া থেকে বাঁচতে পারেননি। পার্টটাইমার আগা সালমানের স্পিনে কাট করতে গিয়ে স্টাম্প হারান। ৫ বলে করেন ৫ রান।

টুকটুক করে নাইম শেখ শেষ পর্যন্ত ১৭ বলে করেছেন ১০ রান। নেই কোনো বাউন্ডারি। বড় শট খেলতে গিয়ে মিডঅন আকাশে তুলে দেন সহজ ক্যাচ। পঞ্চাশের আগে (৪৫ রানে) ৭ উইকেট হারিয়ে বড় হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৩৪ বলে ২টি করে চার-ছক্কায় ৩৫ রানের হার না মানা ইনিংসে দলকে একশ পার করে দিয়েছেন।

পাকিস্তানের সালমান মির্জা ৩টি, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজ নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সাহিবজাদা ৬৩, সাইম ২১, হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আলি আগা ১৩*, তালাত ১, মোহাম্মাদ নাওয়াজ ২৭, ফাহিম ৪, আফ্রিদি ১*; মেহেদি ৩-০-৩৬-০, শরিফুল ৪-০-৩৯-১, তাসকিন ৪-০-৩৮-৩, নাসুম ৪-০-২২-২, সাইফ ৪-০-২৮-১, মিরাজ ১-০-১৪-০)।

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১০৪ (তানজিদ ০, নাঈম ১০, লিটন ৮, মিরাজ ৯, জাকের ১, মেহেদি ০, শামীম ৫, সাইফ ৩৫*, নাসুম ৯, শরিফুল ৭; সালমান মির্জা ৪-০-১৯-৩, ফাহিম ২-০-১৩-২, দানিয়াল ৩-০-১৬-১, সালমান আগা ২-০-১২-১, সাইম ১-০-২-০, তালাত ৩-০-৩২-২, মোহাম্মাদ নাওয়াজ ১.৪-০-৪-২)।

ফল: পাকিস্তান ৭৪ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী। ।

ম্যান অব দা ম্যাচ: সাহিবাজাদা ফারহান।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টোকা দিলেই খুলবে ফ্রিজ
শেখ হাসিনাকে জনগণ কখনো মাফ করবে না: দুদু
পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত
আওয়ামী লীগের উচিত ভারতে রাজনীতি করা: জাগপা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা