মাইলস্টোন ট্র্যাজেডি: আইসিইউতে মৃত্যুর কাছে হার মানলো জারিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৩:২২| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:০৮
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ ফারহান নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম হাবিবুর রহমান এবং মায়ের নাম রাশেদা ইয়াসমিন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এর আগের দিন শুক্রবার (২৫ জুলাই) সকালে এবং দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী—আইমান ও মাকিন মারা যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই তিন শিক্ষার্থীর মৃত্যুর মধ্য দিয়ে বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৬ জন, সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন (পরিচয় অজ্ঞাত), ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গেছেন।

বর্তমানে রাজধানীর সাতটি হাসপাতালে প্রায় অর্ধশতাধিক আহত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অনেকেই আগুনে দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমান বাহিনীর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় হতাহতদের প্রথমে স্থানীয় হাসপাতালগুলোতে এবং পরে বিশেষায়িত বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় বিমানের পাইলট তৌকির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
ইউএন মানবাধিকার কমিশনের অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে: মঞ্জু
খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা